আপনার পূর্বের বিবাহ ও ডিভোর্সের তারিখ উল্লেখ
করে ডিভোর্সের কারণ লিখুন
বিবাহ হয় ২৩/০৭/২০১৫ইং এবং ডিভোর্স হয় ০৩/০৩/২০২৪,,,,,আমাকে পর্দায় রাখেননি,চাকরি করতে বাধ্য করেছেন ও উনি নিজেও কুরআন ও সুন্নাহের বিধান মেনে চলেন নি,,,,,তাছাড়া আরো কিছু কারণ আছে
সন্তান থাকলে তাদের বয়স ও কার দায়িত্বে আছে
লিখবেন। এছাড়া অন্যান্য বিষয় থাকলে লিখবেন
একজন সাড়ে ৫বছর বয়সের পুত্র সন্তান আছে,সে একটি কওমী মাদ্রাসায় আবাসিকে থাকে,নাজেরা পড়ে,,,,,সন্তান আমার দায়িত্বে আছে,,,,ওর যাবতীয় ভরণপোষণ আমি একা বহন করি
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক?
না
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান?
স্বামী চাইলে চালিয়ে যাবো,,,,,
আপনি একাধিক বিবাহ মানতে রাজি আছেন কি না ? অর্থাৎ
কারোর দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ স্ত্রী হতে রাজি আছেন কি না?
জি, রাজি আছি
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না?
জ্বি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা
কি?
আমি পরিপূর্ণ পর্দার মধ্যে থাকতে চাই ও একটি জান্নাতি পরিবার গঠন করতে চাই,,,,,,,,একজন মুমিনের দ্বীনকে পূর্ণ করার জন্য বিয়ে অতীব জরুরি,,,, তাছাড়া গুনাহ থেকে বাঁচতে ও চরিত্রের হেফাজতের জন্যও বিয়ে করা প্রয়োজন